আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় আক্রান্ত পৌনে ৫ লাখ, মৃত্যু ১০ হাজার

করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় বিশ্বব্যাপী চার লাখ ৭০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন, এ নিয়ে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ১৯ লাখ ৪০ হাজার।

Advertisement

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিসংখ্যানে বলা হয়, ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় নয় হাজার ৯০০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে এবং মোট মৃত্যু ১৮ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রে প্রাপ্ত হিসাব সমন্বয় করে ডব্লিউএইচও এই প্রতিবেদন প্রকাশ করে।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে তিন লাখ ৫৬ হাজার ৪৪৫ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত দুই কোটি ছয় লাখ ১৭ হাজার ৩৪৬ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

Advertisement

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭৭ লাখ ৫৭৮ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৯৫ হাজার ৪৪১ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি তিন লাখ পাঁচ হাজার ৭৮৮ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৪৯ হাজার ২১৮ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে করোনা পরিস্থিতি

Advertisement

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ১৭ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ২৪২ জনে। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২৬৭ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৯৯ হাজার ৫৬০ জনে।

বিএ/এমএস