খেলাধুলা

মোহামেডান নাকি সাইফ?

প্রায় একযুগ আগে সর্বশেষ শিরোপা জেতার পর মোহামেডান স্পোর্টিং ক্লাব আর ফাইনালেই উঠতে পারেনি। গত মৌসুমে সেমিফাইনাল পর্যন্ত গিয়েও বিদায় নেয় পুরনো ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কাছে হেরে। এবার কি পারবে সাদা-কালোরা সমর্থকদের মুখে হাসি ফোটাতে?

Advertisement

শুরুতেই বড় ধাক্কা, আবাহনীর কাছে মৌসুমের প্রথম ম্যাচ ৩-০ গোলে হার। ওই হারের ঝালটা তারা উঠিয়েছে মুক্তিযোদ্ধার জালে ৪ গোল দিয়ে। যে জয় ১০ বারের চ্যাম্পিয়নদের উঠিয়েছে কোয়ার্টার ফাইনালে।

শনিবার মোহামেডান মাঠে নামবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে। প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব। দুই দলই এবার তারুণ্য নির্ভর। দেখা যাক, বেলজিয়ান কোচ পল পুটের সাইফ স্পোর্টিং ক্লাব, নাকি অস্ট্রেলিয়ান কোচ শন লিনের মোহামেডান অতিক্রম করে কোয়ার্টার ফাইনালের হার্ডলস।

গ্রুপ পর্বে মোহামেডান এক ম্যাচ হেরে ও এক ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে। অন্যদিকে চার দলের গ্রুপে থাকায় তিনটি ম্যাচ খেলতে হয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবকে। শতভাগ জয় নিয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছে সাইফ।

Advertisement

যারা জিতবে তাদের মোকাবিলায় তৈরি হয়ে আছে চট্টগ্রাম আবাহনী। চট্টলার দলটি শুক্রবার সবার আগে নিশ্চিত করেছে সেমিফাইনাল। গতবারের কোয়ার্টার ফাইনালে মোহামেডানের কাছে হেরে বিদায় নেয়া চট্টগ্রামের জায়ান্টরা এবার ফাইনালের স্বপ্ন দেখছে ডাগআউটে মারুফুল হক থাকায়।

আরআই/এমএমআর/জেআইএম