গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১ হাজার ১৯৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৬৫৬ জন করোনা রোগী। দেশে করোনায় আক্রান্ত হিসেবে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ১৪ হাজার ৫০০জন। মোট পরীক্ষা ও শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ১৫শতাংশ।
Advertisement
শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৪০টি পরীক্ষাগারে ১২ হাজার ৭৪টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৯৯০ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ১৯৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ৮৪০ জন, চট্টগ্রাম বিভাগে ১৯২ জন, রংপুরে ৬০ জন, খুলনায় ১৮ জন, বরিশালে ২৬ জন, রাজশাহীতে ২৭ জন, সিলেটে ২৩ জন এবং ময়মনসিংহে ১১ জন রয়েছেন।
Advertisement
এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৭ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫৭৬ জনে।
এমইউ/এসএস/জেআইএম