করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৭ জন। তাদের মধ্যে ১৬ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং একজন বাড়িতে মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫৭৬ জনে।
Advertisement
গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে- ঢাকার ১২ জন, চট্টগ্রামের দুইজন, খুলনার দুইজন এবং রংপুর বিভাগের একজন। এই সময়ের মধ্যে রাজশাহী, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় ১৮০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৭৪ নমুনা সংগ্রহ ও ১২ হাজার ১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩২ লাখ ৩৯ হাজার ৭০১টি। এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৯৯০ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ১৪ হাজার ৫০০ জনে।
Advertisement
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত মোট মৃত ৭ হাজার ৫৭৬ জনের মধ্যে পুরুষ ৫ হাজার ৭৬৪ জন (৭৬ দশমিক ০৮ শতাংশ) ও নারী ১ হাজার ৮১২ জন (২৩ দশমিক শূন্য ৯২ শতাংশ)।
এমইউ/এসএস/জেআইএম