ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদী বিনিয়োগের পাশাপাশি উড়াল সেতু, ব্রিজসহ বিভিন্ন দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। শনিবার রাজধানীর হোটেল র্যডিসনে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) আয়োজিত ’ব্যাংকিং ইন বাংলাদেশ: দি লিপ ফরওয়ার্ড’ শীর্ষক বিষয়ে আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।আতিউর রহমান বলেন, ব্যাংকগুলো ভালো করছে। তবে মাঝে মধ্যে কিছু কিছু সমস্যা ও দুর্ঘটনা শোনা যায়। এগুলো কাটিয়ে উঠতে হবে। মোট কথা আর্থিক খাতে স্বচ্ছতা বড়েছে।তিনি বলেন, ব্যাংকিং খাতে সম্পদ ও দায়ের সমন্নয় করতে হবে। প্রযুক্তির বিপর্যয় ঘটলে কীভাবে সামাল দেয়া যাবে তাও আলোচনায় আসবে। দীর্ঘ মেয়াদি সঞ্চায় বাড়ানো নিশ্চিত করে। মোবাইল ফাইন্যান্সিং এ জোরদার করতে হবে। আটিজিএসের মাধ্যমে রেমিট্যান্সের দিকে নজর দিতে হবে। বাংলাদেশ কয়েক বছর ধরে ৬ শতাংশ ধরে রেখেছে। সামনে আরও বাড়বে বলে আসা প্রকাশ করেন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ এ গভর্নর। সেমিনারে ‘সম্পদ ও দায় ব্যবস্থাপনা’ বিষয়ে মূলপ্রবন্ধ পাঠ করেন স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক প্রধান প্রশান্ত রঞ্জিত এবং মূলপ্রবন্ধ পরবর্তী আলোচনা করেন ইস্টার্ন ব্যাংকের হেড অব ট্রেজারি, মেহেদি জামান, স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক, বাংলাদেশ এর প্রধান নির্বাহী আবরার এ আনওয়ার ও আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শাহ আলম সরওয়ার।সেমিনারে ‘প্রযুক্তির ভূমিকা’ বিষয়ে অপর মূলপ্রবন্ধ পাঠ করেন আর্নেস্ট অ্যান্ড ইয়ং এর পার্টনার অ্যান্ড ন্যাশনাল লিডার আবিজার দেওয়ানজি এবং মূলপ্রবন্ধ পরবর্তী আলোচনা করেন টেকনোহেভেন এর প্রধান নির্বাহী হাবিবুল্লাহ এন করিম, বেসিস এর যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল ও ডাচ বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন।আলোচনার সেশন দুটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার এর প্রধান নির্বাহী ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর, মুহাম্মদ এ. (রুমী) আলী এবং আরএসএ এডভাইজরি লিমিটেড এর প্রধান নির্বাহী কে. মাহমুদ সাত্তার।সেমিনারে সভাপতিত্ব করেন এবিবি’র চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক, আলী রেজা ইফতেখার। এসময় সেমিনার সম্পর্কে বক্তব্য রাখেন সেমিনার প্রস্তুতি কমিটির সদস্য ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) সহ-সভাপতি ও ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আব্দুল মান্নানসহ দেশের ব্যাংকিং সেক্টরের নির্বাহীগণ।এসআই/আরআইপি
Advertisement