খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে জনসমাবেশ বা একসাথে সমবেত হয়ে কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে না। পুরো শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম (বিপিএম-বার)।
Advertisement
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় খ্রিস্টীয় নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গুলশান-২ গোলচত্বরে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
সকলকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, আমরা জীবনের সবচেয়ে দুরূহ সময় পার করছি। এটা একসময় থাকবে না। করোনায় বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকাতে নববর্ষ উদযাপনে যুবকদের উপস্থিতি দেখা যাচ্ছে না। হোটেলগুলোতে ছোটখাটো অনুষ্ঠান হচ্ছে।
মোহা. শফিকুল ইসলাম আরও বলেন, পুরো শহরব্যাপী ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ে কোনো সংশয় নেই, কোনো হুমকিও নেই।
Advertisement
তিনি প্রত্যাশা করে বলেন, আমরা যে মহামারির ভেতর দিয়ে সময় পার করছি, নতুন এ বছরে এটা থেকে আমরা নিষ্কৃতি পাব। আমরা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি এবং দেশের উন্নয়নে সবাই মিলে কাজ করতে পারি।
বিএ/এমএস