স্বাস্থ্য

ফার্মাসিস্টদের নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিতে মানববন্ধন

আইনি জটিলতায় প্রায় তিন বছর ধরে বন্ধ থাকা ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদ।শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় নিয়োগপ্রক্রিয়া চালুসহ চার দফা দাবি মেনে নিতে কর্তৃপক্ষকে ১৫ দিনের সময় বেধে দিয়েছে আন্দোলনকারীরা। অন্যথায় আগামী ২ ডিসেম্বর টেকনোলজিস্টদের স্বার্থ রক্ষায় স্বাস্থ্য অধিদফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানান বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদের সদস্য সচিব মো. মাহমুদুর রহমান।তিনি  বলেন, ‘বর্তমানে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা প্রকৌশলী, সরকারি চাকরির ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদ-মর্যাদা প্রদান করা হলেও সমযোগ্যতা নিয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাস্টিদেরকে ২য় শ্রেণির পদমর্যাদা দেওয়া হয়নি।’এছাড়া অন্যান্য দাবিগুলো হলো : গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের জন্য সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত হাসপাতাল, ইনস্টিটিউট ও শিক্ষা প্রতিষ্ঠানে পদ সৃষ্টি করে নিয়োগ প্রদান করতে হবে এবং বাংলাদেম কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক পরিচালিত নীতিমালা বহির্ভূত মেডিকেল টেকনোলজি কোর্স অবিলম্বে বন্ধ করতে হবে।মানবন্ধনে আয়োজক সংগঠনের আহ্বায়ক মো. সাজ্জাদুর রহমান, মেডিকেল টেকনোলজিস্টদের সিনিয়র নেতা মাসুদ মুন্সিসহ প্রায় শতাধিক মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।এএস/এসকেডি/আরআইপি

Advertisement