ময়মনসিংহের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মো. আমিনুল হক শামীম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
Advertisement
বুধবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি শংকর শাহা।
তিনি বলেন, জ্বর ও গলা ব্যথা অনুভব করলে আমিনুল হক বুধবার সকালে পরীক্ষার জন্য নমুনা দেন। পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। রাতেই তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
এসময় তিনি আমিনুল হক শামীমের সুস্থতার জন্য ময়মনসিংহবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমিনুল হক শামীম ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি।
Advertisement
মঞ্জুরুল ইসলাম/এএএইচ/এমকেএইচ