বিশ্বজুড়ে প্রতি মুহূর্তে ঘটে চলেছে কতশত ঘটনা। এর কিছু ঝড় তোলে সংবাদমাধ্যমে, কিছু থেকে যায় অগোচরেই। বুধবার আলোচনায় থাকা এমনই কিছু খবরের সার-সংক্ষেপ থাকছে জাগোনিউজের পাঠকদের জন্য-
Advertisement
যুক্তরাজ্যে অক্সফোর্ডের ভ্যাকসিনের অনুমোদনফাইজার-বায়োএনটেকের পর এবার অক্সফোর্ডের ভ্যাকসিনের অনুমোদন দিল যুক্তরাজ্য। দেশটিতে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে এই করোনা ভ্যাকসিনের ব্যবহার।
অক্সফোর্ডের সঙ্গে ১০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের জন্য চুক্তি করেছে যুক্তরাজ্য, যা ব্যবহার করা হবে প্রায় পাঁচ কোটি মানুষের ওপর। দেশটিতে ইতোমধ্যেই ফাইজারের ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়েছে।
নতুন সরকার পা রাখতেই ইয়েমেনের বিমানবন্দরে হামলা, বহু হতাহতবিদেশে শপথ নিয়ে দেশে ফেরা মাত্রই হামলার শিকার হয়েছে সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের নতুন সরকার। বুধবার দেশটির প্রধানমন্ত্রী মইন আব্দুলমালিকসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা আদেন বিমানবন্দরে নামতেই ব্যাপক গোলাগুলি ও একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে।
Advertisement
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণগুলো বেশ শক্তিশালী ছিল। এতে ঠিক কতজন হতাহত হয়েছেন, তা এখনও নিশ্চিত নয়।
ফাইজার-মডার্নার চেয়ে কম কার্যকর চীনা ভ্যাকসিনতৃতীয় ধাপের ট্রায়ালে সিনোফার্মের করোনা ভ্যাকসিন মাত্র ৭৯ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে। এর ফলে ভ্যাকসিনের কার্যকারিতার পরীক্ষায় প্রতিযোগী ফাইজার ও মডার্নার চেয়ে অনেকটাই পিছিয়ে পড়ল চীনা প্রতিষ্ঠানটি।
বুধবারই প্রথমবারের মতো চীনের কোনও ভ্যাকসিনের তথ্য প্রকাশ করা হয়েছে। সিনোফার্মের সহযোগী প্রতিষ্ঠান বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস জানিয়েছে, করোনাভাইরাসের বিরুদ্ধে তাদের ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা ৭৯ দশমিক ৩৪ শতাংশ। এটি ব্যবহারে অনুমোদনের জন্য দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছে সিনোফার্ম।
বিদায়বেলায় মধ্যপ্রাচ্যকে বিপুল অস্ত্র দিয়ে যাচ্ছেন ট্রাম্পক্ষমতার শেষপ্রান্তে এসে মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোকে অত্যাধুনিক সমরাস্ত্রে সাজাতে উঠেপড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন। কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতের কাছে রেকর্ড পরিমাণ যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদনের পর এবার সৌদি আরব, মিসর, কুয়েতের কাছে বিপুল গোলাবারুদ ও প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাতে চায় যুক্তরাষ্ট্র।
Advertisement
মঙ্গলবার সৌদি আরবের কাছে বিপুল পরিমাণ অত্যাধুনিক বোমা বিক্রির অনুমোদনের ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগের প্রতিরক্ষা সুরক্ষা সহযোগিতা সংস্থা। একই সঙ্গে কুয়েতের কাছে চার বিলিয়ন ডলারের এইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার, মিসরের কাছে ১০৪ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম ও যুদ্ধবিমানের জন্য ৬৫ দশমিক ৫ মিলিয়ন ডলারের নির্ভুল লক্ষ্যবস্তু নির্ধারণী যন্ত্রাংশ বিক্রির অনুমোদনও দেওয়া হয়েছে।
ফাইজারের ভ্যাকসিন নেয়ার পরেও করোনায় আক্রান্ত নার্সযুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন নেওয়ার পরেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক নার্স। ভ্যাকসিন গ্রহণের এক সপ্তাহ পরেই করোনা পজিটিভ শনাক্ত হন তিনি।
ম্যাথিউ ডব্লিউ. নামে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি জানান, তিনি ক্যালিফোর্নিয়ার দু’টি হাসপাতালে কাজ করেন। গত ১৮ ডিসেম্বর ফাইজারের ভ্যাকসিন নেয়ার পর গোটা দিন তার হাতে ব্যথা ছিল। কিন্তু এই ছাড়া আর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেননি। এর ছয়দিন পরেই বড়দিনের আগ মুহূর্তে হাসপাতালে দায়িত্বপালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ম্যাথিউ। তার শরীর ঠাণ্ডা হয়ে আসে। একসময় পেশিতে ব্যথা এবং ক্লান্তিবোধ করতে থাকেন। পরে নমুনা পরীক্ষায় দেখা যায়, তিনি করোনা পজিটিভ।
জাপানে করোনা সংকটে চাকরিচ্যুত ৮০ হাজার কর্মীকরোনাভাইরাস মহামারির আঘাত এড়াতে পারল না জাপান। এই সংকটে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশেও চাকরি হারিয়েছেন প্রায় ৮০ হাজার মানুষ। সম্প্রতি জাপানের শ্রম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মহামারির শুরু থেকে গত শুক্রবার পর্যন্ত জাপানে চাকরিচ্যুত কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৫২২ জন। এদের মধ্যে ৩৮ হাজার ৯ জনই ছিলেন অস্থায়ী কর্মী। চাকরি হারানো মানুষদের মধ্যে সর্বোচ্চ ১৬ হাজার ৭১৭ জন কাজ করতেন প্রস্তুতকারক শিল্পে। এছাড়া ১০ হাজার জন করে কাজ করতেন খাদ্য ও পানীয় এবং খুচরা পণ্য শিল্পে।
গর্ভপাতকে বৈধতা দিয়ে ঐতিহাসিক আইন পাস হচ্ছে আর্জেন্টিনায়আর্জেন্টিনার সিনেটররা ১৪ সপ্তাহের বেশি বয়সী ভ্রূণ গর্ভপাতে বৈধতা দিতে বিতর্ক শুরু করেছেন। আইনটি পাস হলে তা হবে লাতিন আমেরিকার জন্য এক ঐতিহাসিক ঘটনা।
বিবিসি জানিয়েছে, বিলটি চেম্বার অব ডেপুটিস-এ ইতোমধ্যেই অনুমোদিত হয়েছে। তবে সিনেটের ফলাফল অপরিবর্তিত থাকবে বলেই ধারণা করা হচ্ছে। ২০১৮ খুব অল্প সংখ্যক সিনেটর গর্ভপাত বৈধতার পক্ষে ভোট দিয়েছিলেন। তবে এ বছর বিলটির পক্ষে সরকারের সমর্থন রয়েছে।
এশিয়ার প্রথম দেশ হিসেবে সিঙ্গাপুরে করোনা ভ্যাকসিন প্রদান শুরুসিঙ্গাপুরে বুধবার থেকে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। এশিয়ার প্রথম দেশ হিসেবে এ কার্যক্রম শুরু করেছে তারা। প্রথম ধাপে স্বাস্থ্যকর্মীদের ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।
২০২১ সালের সেপ্টেম্বরের মধ্যে দেশের প্রায় ৫৮ লাখ মানুষের সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্য নিয়েছে সিঙ্গাপুর। শুরুতেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে স্বাস্থ্যকর্মী, বয়স্ক মানুষ ও করোনার ঝুঁকিতে থাকা লোকজনদের। তবে সেখানে কাউকে ভ্যাকসিন নিতে বাধ্য করা হবে না।
জার্মান কর্মকর্তাদের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞাজার্মানির শীর্ষ পর্যায়ের নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের কালো তালিকাভুক্ত করেছে রাশিয়া। এর ফলে জার্মানির ওই কর্মকর্তারা আর রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।
জার্মানির পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ নেওয়ার কারণে মস্কো এই ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে। রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগ এবং জার্মানির ওপর সাইবার হামলার অভিযোগে সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয় বার্লিন।
চীনে মুসলিমদের জোরপূর্বক কাজ করাচ্ছে অ্যাপলের সরবরাহকারী!চীনের এক স্বনামধন্য আইফোন সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে উইঘুরের মুসলিমদের জোরপূর্বক কারখানায় কাজ করানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট নামে একটি মানবাধিকার সংস্থার নথিতে এ তথ্য উঠে এসেছে।
চীনের লেন্স টেকনোলজি কীভাবে জিনজিয়াংয়ের উইঘুর সম্প্রদায়ের হাজার হাজার মুসলিম শ্রমিককে জোর করে কাজে পাঠিয়েছে সে সম্পর্কে বিস্তারিত বিবরণ এসেছে ওই নথিতে। লেন্সের বার্ষিক প্রতিবেদনে অনুযায়ী, তারা আমাজন ও টেসলাকেও সরঞ্জাম সরবারহ করে থাকে।
কেএএ/জেআইএম