জাতীয়

বিদেশগামীদের করোনা পরীক্ষার ফি ৩০০ টাকা

বিদেশ গমনেচ্ছুদের করোনাভাইরাস পরীক্ষার ফি কমিয়ে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে নতুন নির্ধারিত এই ফি কার্যকর হবে। এর আগে ফি ছিল এক হাজার ৫০০ টাকা।

Advertisement

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফি ৩০০ টাকা ধার্য করা হয়েছে। যা আগে ১ হাজার ৫০০ টাকা ছিল।

এর আগে গত ১৭ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক সভায় বিদেশগামীদের করোনা পরীক্ষার ফি কমানোর কথা জানিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

Advertisement

আবু আজাদ/এএএইচ/এমএস