ফিচার

৬ বছর ধরে পাখির বাসা তৈরি করছেন তারা

সাজেদুর আবেদীন শান্ত

Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের বাইগুনী গ্রামের ৭ তরুণ ২০১৪ সালে ‘দূষণমুক্ত সুন্দর সমাজ গড়বই’ স্লোগানে গড়ে তোলেন ‘পরিবেশ উন্নয়ন পরিবার’। তাদের প্রধান কাজ দেশীয় পাখির নিরাপদ কৃত্রিম আবাস তৈরি, প্রাকৃতিক পরিবেশ, জীব-বৈচিত্র রক্ষাসহ বিভিন্ন সামাজিক কাজ। উপজেলার বাইগুনী, মহিমাগঞ্জ, বগুড়ার সোনাতলাসহ বিভিন্ন এলাকায় পাখি, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছেন তারা।

জানা যায়, বর্তমানে সংগঠনের সদস্য ৪০ জন। পাখির প্রতি ভালোবাসা থেকে সংগঠনটি নিজ গ্রামে পাখির বাসা তৈরির মাধ্যমে শুরু করে পাখি সংরক্ষণ কর্মসূচি। সংগঠনটি প্রতিকূল পরিবেশ থেকে পাখিদের রক্ষায় এগিয়ে এসেছে।

ইতোমধ্যে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের বাইগুনী গ্রামে এবং পার্শ্ববর্তী বগুড়া জেলার সোনাতলা উপজেলা চত্বরে তারা পাখির নিরাপদ আবাস তৈরি করেছেন। নিজস্ব অর্থায়নে এসব গ্রামে পাখির নিরাপদ কৃত্রিম বাসস্থান তৈরির জন্য ২ হাজার কলস স্থাপন করেছেন।

Advertisement

পাখি হত্যা বন্ধ, বাসা নির্মাণ, পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ ছাড়াও সংগঠনটি কিছু সামাজিক কাজ করছে। তারমধ্যে ‘লাইসিয়াম’ নামে পাবলিক লাইব্রেরি স্থাপন, অসহায় মানুষদের স্বাস্থ্যসেবা, নিরাপদ ফসল উৎপাদনে পরামর্শ, রক্তদান কর্মসূচি, পানি ও নদীদূষণ রোধে কর্মসূচি, বালু উত্তোলনের বিরুদ্ধে ভূমিকা পালন, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁশের সাঁকো নির্মাণ ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ কাজ উল্লেখযোগ্য।

শালমারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আয়ুব আলী বলেন, ‘এ সংগঠন সমাজের ছিন্নমূল মানুষকে সহায়তা, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ এবং পাখির জন্য বাসস্থান দেওয়াসহ বিভিন্ন সেবামূলক কাজ করে। তাই সবাই তাদের পাশে থাকুন। আমি সংগঠনটির সাফল্য কামনা করছি।’

স্থানীয় সমাজসেবক আলী আজম রুবেল বলেন, ‘সংগঠনের সদস্যরা সুন্দরভাবে পরিবেশের উন্নয়নমূলক কাজগুলো করে থাকে। আমি মনে করি, আমাদের এলাকার সবার উচিত সংগঠনের কাজে সহযোগিতা করা।’

সংগঠনের মাধ্যমে উপকৃত মঞ্জু মিয়া বলেন, ‘আমি এ সংগঠনের মাধ্যমে একটি টি-স্টল পেয়েছি। এটার মাধ্যমে আমি এখন খুব সুন্দরভাবে পরিবার নিয়ে চলতে পারছি। আমি সংগঠনের প্রতি কৃতজ্ঞ। আশাকরি, সংগঠনটি এগিয়ে যাবে।’

Advertisement

তিনি বলেন, ‘আমরা সদস্যদের নিয়মিত চাঁদায় কাজগুলো করি। নতুন কাজ করলেও সদস্যদের ভেতরেই টাকা কালেকশন করে কাজগুলো করে থাকি। শুরু থেকে এখনো সে কাজ চালিয়ে যাচ্ছে পরিবেশ উন্নয়ন পরিবার।’

সংগঠনের সভাপতি ইমরান এইচ মন্ডল বলেন, ‘এ পর্যন্ত আমরা গাছে গাছে কলস লাগিয়ে পাখির কৃত্রিম বাসস্থান তৈরি করেছি। ওষুধি গাছসহ নানা ধরনের বৃক্ষরোপণ করেছি। এছাড়া বাঁশের সাঁকো তৈরি, মেডিকেল ক্যাম্প, শীতে সহায়তা প্রদান ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেছি।’

লেখক: ফিচার লেখক ও শিক্ষার্থী, বঙ্গবন্ধু কলেজ, ঢাকা।

এসইউ/এমকেএইচ