দেশজুড়ে

করোনার উপসর্গ নিয়ে ভাঙ্গুড়ায় কাউন্সিলরের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় করোনার উপসর্গ নিয়ে পৌর কাউন্সিলর আব্দুর রহিম মারা গেছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তিনি ভাঙ্গুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর, প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

Advertisement

ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল কাউন্সিলর আব্দুর রহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনরা জানান, আব্দুর রহিম গত কয়েক ধরে সর্দিজ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে তিনি করোনা পরীক্ষা করাননি। এমনকি কোনো হাসপাতালেও চিকিৎসা নেননি। তিনি বাড়িতে থেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় মঙ্গলবার সকালে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তিনি মারা যান। তার ডায়াবেটিস ও হৃদরোগ ছিল।

পৌর সদরের উত্তর সারুটিয়ার বাসিন্দা আব্দুর রহিম আব্দুর রহিম ২০১৫ সাল থেকে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন। তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

Advertisement

আমিন ইসলাম/ইএ/এমকেএইচ