দেশজুড়ে

লংগদুতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটির লংগদুতে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন। ২০৩ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় মঙ্গলবার সকালে উপজেলার লংগদু বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত পাঁচশতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

Advertisement

চিকিৎসা নিতে আসা আছমা বেগম বলেন, নানা সময় নীরাদের বিভিন্ন সমস্যায় ভুগতে হয়। সহজে গাইনি চিকিৎসক না পাওয়ায় নারীরা নানা জটিল রোগে ভোগেন। আজ গাইনি চিকিৎসকের কারণে আমরা ভালো চিকিৎসা ও পরামর্শ পেয়েছি। ভবিষ্যতে দুর্গম এলাকাগুলোতে এমন ফ্রি মেডিকেল ক্যাম্প করা হলে সাধারণ মানুষ খুব উপকৃত হবে।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন সেনাবাহিনীর চিকিৎসক মেজর মাসুদ, ক্যাপ্টেন মরিয়ম ও ক্যাপ্টেন মশিউর।

শংকর হোড়/জেএইচ

Advertisement