সারাদেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৪৫ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৫৪ হাজার ৫৬৩ জন।
Advertisement
গত ২৪ ঘণ্টায় দেশের ১৬৭টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৮২০টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৫৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩১ লাখ ৯৯ হাজার ১১৫টি। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৮১ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ১১ হাজার ২৬৫ জনে দাঁড়াল। করোনার নমুনা পরীক্ষা ও শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৯১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ২৪৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ৮৫০ জন, চট্টগ্রামে ১৯৭, রংপুরে ৪৯, খুলনায় ৪৩, বরিশালে ১৪, রাজশাহীতে ৪৭, সিলেটে ৩৩ এবং ময়মনসিংহে ১২ জন সুস্থ হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জন মারা যান। এ নিয়ে মোট মৃত্যু হলো সাত হাজার ৫০৯ জনের।
Advertisement
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এমইউ/জেএইচ