সাহিত্য

১৯ নভেম্বর ‘ঢাকা লিট ফেস্ট’ শুরু

বাংলা একাডেমি চত্বরে ১৯-২১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পঞ্চম ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল’। এই ৩দিন দর্শনার্থী ও সাহিত্যপ্রেমীদের জন্য সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসব প্রাঙ্গণে থাকবে নানা আয়োজন।এবছর প্রথমবারের মতো এই উৎসবে চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী হ্যারল্ড ভারমাসকে সম্মাননা প্রদান করা হবে। সাদাফ সায সিদ্দিকী, আহসান আকবর ও কাজী আনিস আহমেদের পরিচালনায় উৎসবে উপস্থিত হতে যাচ্ছেন নানা ক্ষেত্রের আন্তর্জাতিক  প্রতিভারা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকছেন স্বনামধন্য কথাসাহিত্যিক নয়নতারা শেহগাল, ভারতের জনপ্রিয় নারীবাদী লেখক শোভা দে, ব্রিটিশ সাংবাদিক এবং টেলিভিশন উপস্থাপক জন স্নো, কিউবান শীর্ষ বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক ইয়োস, কেনিয়ার শিশুসাহিত্যিক ও বক্তা মুথোনি গারল্যান্ড, পাকিস্তানি মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীর, ফিলিস্তিনি কবি ঘাসান জাকতান, ঔপন্যাসিক অমিত চৌধুরী ও কবি অরবিন্দ কৃষ্ণ মেহরোত্রা। বিশ্বখ্যাত জার্নাল ওয়াসাফিরিতে প্রথমবারের মতো বাংলাদেশ সংখ্যার প্রকাশনা অনুষ্ঠিত হবে এই উৎসবে। এ সংখ্যায় বাংলাদেশের লেখকদের লেখা প্রকাশিত হবে। জার্নালের সম্পাদক সুশীলা নাসটা উৎসবের আয়োজক অতিথি সম্পাদক আহসান আকবর ও কাজী আনিস আহমেদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।বাংলাদেশের সাহিত্যকে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে ঢাকা ট্রান্সলেশন সেন্টারের গ্রন্থাগার উদ্বোধন করা হবে এ উৎসবে। ঢাকা ট্রান্সলেশন সেন্টার থেকে  প্রকাশিত হতে যাচ্ছে সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, রিজিয়া রহমান এবং সৈয়দ মনজুরুল ইসলাম অনুদিত গ্রন্থ। উল্লেখ্য, এবছর ১৪টি দেশ থেকে ২৫০ জনেরও বেশি অতিথি উৎসবে অংশ নিচ্ছেন।বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন– dhakalitfest.comএসইউ/এসএম

Advertisement