আন্তর্জাতিক

মন্দিরের ভিত্তিতে ঢালা হলো ১১ হাজার লিটার দুধ

ভারতের রাজস্থানের জ্বালাওয়ার জেলায় হিন্দু দেবতা দেব নারায়ণের একটি মন্দিরের ভিত্তিতে মাটিতে ঢালা হয়েছে ১১ হাজার লিটার দুধ, দেড় হাজার লিটার দই আর ১ কুইন্টাল ঘি। ঐতিহ্য রক্ষায় আয়োজন করা হয় এই এলাহী কারবারের। বিশালকৃতির একেকটি পাত্রে ঢালা হয় দুধ।

Advertisement

স্রোতের মতো ভেসে যাওয়া সেই দুধের সঙ্গে সমানে ছবি তুলেছেন মানুষ। সঙ্গে পড়া হয় মন্ত্র। আর ভিড় জমিয়ে এই ঘটনা দেখেছেন স্থানীয় বাসিন্দারা।

মন্দিরের মুখপাত্র রামলাল গুজার জানান, ‘আমরা দেব নারায়ণের প্রতি শ্রদ্ধা জানাতে ভিত পূজার অনুষ্ঠানে গুজর সম্প্রদায়ের সদস্য এবং অন্যান্যদের কাছ থেকে প্রায় ১১ হাজার লিটার দুধ, দেশি ঘি এবং দই সংগ্রহ করেছি।’

তিনি জানান, দই ছিল প্রায় দেড় হাজার লিটার। ঘি ছিল প্রায় ১ কুইন্টাল। এতে খরচ হয়েছে প্রায় দেড় লাখ ভারতীয় রুপি।

Advertisement

এই অনুষ্ঠানে দুধ, ঘি, দই বাধ্যতামূলক কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি ঐতীহ্য। অতীতেও কয়েকবার করা হয়েছে। সেই ঐতিহ্যকেই রক্ষা করা হয়েছে।’

রামলাল আরও বলেন, ‘গুজর সম্প্রদায়ের মতে এই দুধ-ঘি-দই ঢালা একেবারেই নষ্ট করা নয়। কারণ আমরা দেবনারায়ণ দেবতাকে তুষ্ট করলাম। তিনি আমাদের গবাদি পশুদের রক্ষা করবেন।’

মন্দিরটির নির্মাণব্যয় প্রায় ১ কোটি রুপি।

উল্লেখ্য, চলমান মহামারির মাঝে ভারতে অন্যান্য পণ্যের মতো দুধের দাম প্রায় ৭ শতাংশ পর্যন্ত বেড়েছে ৷

Advertisement

এসএস/জেআইএম