পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স’র (আইএসআই) নতুন প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রিজওয়ান আখতার।শুক্রবার এই দায়িত্বগ্রহণের মাধ্যমে তিনি পাকিস্তান সেনবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জহিরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন বলে শনিবার জানিয়েছে দ্য ডন।বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, “জেনারেল আখতার আইএসআই’র পরবর্তী মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।”সেপ্টেম্বরে আইএসআই’র পরবর্তী প্রধান হিসেবে জেনারেল আখতারের নাম ঘোষণা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ওই সময় পাকিস্তানের বেসামরিক নির্বাচিত সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক একটি জটিল সময় পার করছিল।লে. জেনারেল আখতার পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহেল শরিফের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এতে ২০১৩ সালের ডিসেম্বরে সেনাপ্রধান হিসেবে দায়িত্বগ্রহণ করা জেনারেল রাহেলের প্রভাব সেনাবাহিনীর ওপর সুদৃঢ় হল বলে মনে করছেন বিশ্লেষকরা।
Advertisement