সারাদেশের মতো নীলফামারীতেও ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শনিবার সকাল ৯ টায় নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। এ সময় নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ, নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেএম এরশাদ আহসান, পরিবার পরিবার অধিদফতরের উপ-পরিচালক আফরোজা বেগম, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নীলফামারীর ৬টি উপজেলা ও ৪টি পৌরসভায় এবার মোট ১৬৬৩টি কেন্দ্রের মাধ্যমে তিন লাখ ২৮ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ছয় মাস থেকে ১১ মাস বয়সী শিশু ২৮ হাজার এবং ১২ মাস হতে ৫৯ মাস পর্যন্ত শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার।জাহেদুল ইসলাম/এসএস/এসএম
Advertisement