খেলাধুলা

হেলসের নৈপুণ্যে সমতায় ফিরল ইংল্যান্ড

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ ৬ উইকেটে হারার পর দারুনভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড।অ্যালেক্স হেলসের সেঞ্চুরির পর বোলারদের নৈপুণ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৯৫ রানে হারিয়ে চার ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছে ইংল্যান্ড। শুক্রবার দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৮৩ রান করে ইংল্যান্ড। ২৮৪ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই মুখ বিপর্যয়ে মুখে পড়ে পাকিস্তান। ৫০ রান তুলতেই প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে হারায় পাকিস্তান। দলীয় ৫ রানে বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান। এর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ হাফিজ শূন্য রানে ফিরেন। এই দুটি উইকেট নেন ডেভিড উইলি। আর অভিষিক্ত ইফতিখার আহমেদ, শোয়েব মালিক ও আজহার আলীকে ফেরান ক্রিস ওয়াকস। প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে আজহার (২২) আর মালিকই (১৩) কেবল দুই অঙ্ক ছুঁতে পারেন। সাত নম্বরে ব্যাট করতে নামা উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ অনেকটা একাই লড়াই চালিয়ে যান। কিন্তু দলের বড় পরাজয় এড়াতে পারেননি। ৪৫.৫ ওভারে ১৮৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। আউট হওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করেন সরফরাজ। ইংল্যান্ডের পক্ষে ওয়াকস ৩৩ রানে ৪টি ও উইলি ২৫ রানে ৩টি উইকেট নেন।এ ছাড়া আদিল রশিদ, মঈন আলী ও রিসে টপলির ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের উদ্বোধনী দুই ব্যাটসম্যান দারুন সূচনা করেন। জেসন রয় ৫৪ রানে আউট হওয়ার আগে এই জুটি ১০২ রান তোলেন।অ্যালেক্স হেলস ১০৯ রান করে আউট হন। এছাড়া ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ রান করেন জো রুট। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪৩ রানে ৩ উইকেট নেন ওয়াহাব রিয়াজ। এছাড়া একটি করে উইকেট নেন ইরফান ও অভিষিক্ত ইফতিখার। ম্যাচসেরার পুরস্কার জেতেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করা অ্যালেক্স হেলস। আগামী মঙ্গলবার শারজাতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান।জেডএইচ/এসএম

Advertisement