জাতীয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রীর মৃত্যু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Advertisement

সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

মসিউর রহমানের একান্ত সচিব তপন কুমার চক্রবর্তী সাংবাদিকদের জানান, গত ১৯ নভেম্বর করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হন রওশন রহমান। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। সবশেষ রিপোর্টে তার সংক্রমণ নেগেটিভ আসে।

তিনি আরও জানান, একই হাসপাতালে উপদেষ্টা মসিউর রহমান ভর্তি আছেন। তার সংক্রমণ এখন নেগেটিভ। তার শরীর মোটামুটি ভালো আছে।

Advertisement

এদিকে ড. মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় শেখ হাসিনা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএ/এমকেএইচ

Advertisement