ক্যাম্পাস

ইবির ভর্তি পরীক্ষায় ই-ডিভাইস নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা রোববার থেকে শুরু হচ্ছে। এ বছর ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইসসহ যেকোনো ধরনের জালিয়াতি রুখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানা গেছে। প্রক্টর অফিস এবং তথ্য প্রকাশনা ও জনসংযোগ দফতর সূত্রে জনা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী রোববার থেকে শুরু হবে। ভর্তি পরীক্ষায় সকল ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ন্ত্রণে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে থাকছে দুইটি করে অত্যাধুনিক সুপার স্কানার মেটাল ডিটেক্টর। যার সাহায্যে ই-ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হবে। ভর্তি পরীক্ষায় যেকোনো ধরনের অপরাধ দমনে সার্বক্ষণিক মাঠ থাকছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ভর্তি পরীক্ষায় যেকোনো ধরনের জালিয়াতি এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মেইন গেটসহ প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে।প্রতিদিন চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত, ২য় শিফটের পরীক্ষা বেলা সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত, ৩য় শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এবং ৪র্থ শিফটের পরীক্ষা বিকাল ৪টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।রোববার প্রথম শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা, ২য় শিফটে ‘বি’ ইউনিটের ১ থেকে ৫৬২০ রোল পর্যন্ত, ৩য় শিফটে ‘বি’ ইউনিটের ৫৬২১ থেকে ১১২৪০ রোল পর্যন্ত এবং ৪র্থ শিফটে ‘বি’ ইউনিটের ১১২৪১ রোল থেকে অবশিষ্ট ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমাবর (১৬ অক্টোবর) দ্বিতীয় দিনের প্রথম শিফটে ‘এইচ’ ইউনিটের পরীক্ষা, ২য় শিফটে ‘সি’ ইউনিটের ১ থেকে ৫৬২০ রোল পর্যন্ত, ৩য় শিফটে ‘সি’ ইউনিটের ৫৬২১ থেকে ১১২৪০ রোল পর্যন্ত এবং ৪র্থ শিফটে ‘সি’ ইউনিটের ১১২৪১ রোল থেকে অবশিষ্ট ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে, মঙ্গলবার (১৭ অক্টোবর) তৃতীয় দিনের প্রথম শিফটে ‘ডি’ ইউনিটের ১ থেকে ৫৬২০ রোল পর্যন্ত, ২য় শিফটে ‘ডি’ ইউনিটের ৫৬২১ রোল থেকে অবশিষ্ট রোল পর্যন্ত, ৩য় শিফটে ‘ই’ ইউনিটের ১ থেকে ৫৬২০ রোল পর্যন্ত এবং ৪র্থ শিফটে ‘ই’ ইউনিটের ৫৬২১ রোল পর্যন্ত অবশিষ্ট ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চতুর্থ দিনের প্রথম শিফটে ‘এফ’ ইউনিটের পরীক্ষা, ২য় শিফটে ‘জি’ ইউনিটের ১ থেকে ৫৬২০ রোল পর্যন্ত, ৩য় শিফটে ‘জি’ ইউনিটের ৫৬২১ থেকে অবশিষ্ট ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd এ বিস্তারিত জানা যাবে।  এসএস/এসএম

Advertisement