মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ফেব্রুয়ারি মাস থেকে দেশের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর ও রেল স্টেশন দিয়ে আগত বিদেশফেরত যাত্রীদের হেলথ স্ক্রিনিং অব্যাহত রয়েছে।
Advertisement
রোববার (২৭ ডিসেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন বন্দর ও রেল স্টেশন দিয়ে আগত ১৪ লাখেরও বেশি বিদেশফেরত যাত্রীর স্ক্রিনিং সম্পন্ন হয়েছে।
বিদেশফেরত ১৪ লাখ ৮ হাজার ৪৬৯ জন যাত্রীর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিনটি বিমানবন্দর দিয়ে (চট্টগ্রাম ও সিলেট) ৯ লাখ ১৫ হাজার ৬৫৭ জন, স্থলবন্দরে ৪ লাখ ২৭ হাজার ৯৩২ জন এবং সমুদ্রবন্দরে ৫৭ হাজার ৮৫১ জন যাত্রীর স্ক্রিনিং সম্পন্ন হয়।
এছাড়া ক্যান্টনমেন্ট রেল স্টেশনে এখন পর্যন্ত ৭ হাজার ২৯ জনের স্ক্রিনিং করা হয়। বর্তমানে আন্তঃদেশীয় রেল যোগাযোগ বন্ধ থাকায় ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে।
Advertisement
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টার কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৫৯ জনের স্ক্রিনিং করা হয়। তাদের মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার ২২৮ জন, স্থলবন্দরে ৭২৭ জন এবং সমুদ্রবন্দরে ২০৪ জন যাত্রীর স্ক্রিনিং করা হয়।
এমইউ/এআরএ/এমকেএইচ
Advertisement