দেশজুড়ে

ডাস্টবিন হলো নবজাতকের শেষ ঠিকানা

ময়মনসিংহে ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি মেয়ে শিশুর বলে জানা গেছে।

Advertisement

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে নগরীর কাঁচিঝুলি মোড়ে ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফারুক হোসেন।

তিনি বলেন, ময়মনসিংহ বন বিভাগ অফিসের পাশে একটি ডাস্টবিনে দুপুর সাড়ে ১২টার দিকে নবজাতকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

Advertisement

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।

মঞ্জুরুল ইসলাম/এসএমএম/এমকেএইচ