অর্থনীতি

স্বর্ণ-তেলের দাম কমেছে, বেড়েছে রুপার

প্রায় একমাস মূল্যবৃদ্ধির পর গেল সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সেই সঙ্গে দাম কমেছে স্বর্ণেরও। তবে বেড়েছে রুপার দাম।

Advertisement

গত এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় দুই শতাংশ। হান্টিং অয়েল ও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে প্রায় অর্ধশতাংশ। স্বর্ণের দামও প্রায় অর্ধশতাংশ কমেছে। বিপরীতে রুপার দাম প্রায় অর্ধশতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে বিশ্ববাজারে তেলের দাম কমলেও শুরুর চিত্র ছিল ভিন্ন। সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেনের শুরুতে দাম বেড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের মূল্য ৫০ ডলারে উঠে যায়। এতে নয় মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যে পৌঁছে অপরিশোধিত তেলের দাম।

তবে বড় এ উত্থানের পরে গত মঙ্গলবার বড় পতনের মধ্যে পড়ে তেলের দাম। ফলে সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার কিছুটা দাম বাড়লেও শেষ পর্যন্ত পতনের হাত থেকে রক্ষা মেলেনি।

Advertisement

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দশমিক ২৩ শতাংশ বাড়ার পরও সপ্তাহজুড়ে দাম কমেছে ১ দশমিক ৭৭ শতাংশ। এতে সপ্তাহ শেষ প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৩ ডলারে।

অপরিশোধিত তেলের পাশাপাশি দাম বেড়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের। গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দশমিক ৪১ শতাংশ কমে প্রতি ব্যারেল ৫১ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে।

আর হান্টিং অয়েলের দাম গত এক সপ্তাহে দশমিক ৩৫ শতাংশ কমে প্রতি গ্যালনের দাম ১ দশমিক ৪৯ ডলার হয়েছে।

তেলের দরপতনের মধ্যে গত সপ্তাহে কমেছে স্বর্ণের দাম। সপ্তাহের ব্যবধানে দশমিক ২৬ শতাংশ কমে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮৭৫ দশমিক ৮৩ ডলারে দাঁড়িয়েছে।

Advertisement

সপ্তাহ শেষে স্বর্ণের দামে পতন হলেও সপ্তাহের শুরুর চিত্র ছিল ভিন্ন। আগের সপ্তাহে ১৮৮১ দশমিক শূন্য ৪ ডলারে থাকা স্বর্ণের গত সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার লেনদেন শুরু হতেই ১৯০০ ডলারে উঠে যায়।

গত সপ্তাহজুড়ে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও আর এক দামি ধাতু রূপার দাম বেড়েছে। গত এক সপ্তাহে রুপার দাম দশমিক ৩২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২৫ দশমিক ৮৫ ডলারে উঠে এসেছে।

এমএএস/এএএইচ/এমএস