দেশজুড়ে

সিলেটে পেট্রলপাম্প ধর্মঘট স্থগিত

সিলেট জেলা প্রশাসনের হস্তক্ষেপে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকা আগামীকাল রোববারের (২৭ ডিসেম্বর) ধর্মঘট স্থগিত করা হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসন আয়োজিত এক বৈঠকের পর ব্যবসায়ীরা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।

Advertisement

এর আগে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

সংগঠনটির সিলেট বিভাগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের ডাকা ধর্মঘটের বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসকসহ উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের ছয় দফা দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করার বিষয়ে আশ্বাস দিলে আমরা ধর্মঘট স্থগিত করেছি।

Advertisement

প্রসঙ্গত, রোববার (২৭ ডিসেম্বর) সকাল থেকে ছয় দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনের দাবিগুলো ছিল- জ্বালানি তেল বিপণন কোম্পানি কর্তৃক নিম্নমানের পেট্রল সরবরাহ বন্ধ করতে হবে এবং আগের মতো সিলেট গ্যাস ফিল্ডের উন্নতমানের পেট্রল সরবরাহ করতে হবে। জ্বালানি তেলের মান নিয়ন্ত্রণ করার জন্য সিলেটের প্রত্যেক ডিপোতে জ্বালানি তেল টেস্টিং ল্যাব স্থাপন করতে হবে।

বিভিন্ন সরকারি সংস্থার অন্যায় ও উদ্দেশ্যমূলক হয়রানিমূলক আচরণ বন্ধ করতে হবে। সরকারি অধিদফতর পেট্রলপাম্পে অভিযান পরিচালনার সময় অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও তেল বিপণন কোম্পানির প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে।

সরকারি অধিদফতরে লাইসেন্স নবায়ন সহজ করতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা আমিরুল ইসলাম মাসুদকে অবিলম্বে সিলেট থেকে প্রত্যাহার করতে হবে।

Advertisement

ছামির মাহমুদ/এআরএ/জেআইএম