দেশে গত এক সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় নমুনা পরীক্ষা, শনাক্ত, সুস্থতা ও মৃত্যু সবই কমেছে। এ সময়ে নমুনা পরীক্ষা ৮ দশমিক ১৪ শতাংশ, শনাক্ত ১৭ দশমিক ৭৫ শতাংশ, ১৭ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যু ১৬ দশমিক ২২ শতাংশ কমেছে।
Advertisement
শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৫১তম এপিডেমিওলজিক্যাল (১৩ থেকে ১৯ ডিসেম্বর) নমুনা পরীক্ষা ১ লাখ ৫ হাজার ৪৮২ জন, শনাক্ত রোগী ১০ হাজার ৩৮২ জন, সুস্থ রোগী ১৪ হাজার ৮৮৭ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ১৮৬ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২৩ জন ও নারী ৭ জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই মহামারিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৪২৮ জনে।
Advertisement
গত ২৪ ঘণ্টায় ১৬৩টি ল্যাবরেটরিতে ৯ হাজার ৬৬১টি নমুনা সংগ্রহ ও ৯ হাজার ৯১২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩১ লাখ ৫৯হাজার ২৬০টি।
এ সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৮৬৪ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮ হাজার ৯৯ জন।
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গ-বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৮ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক শূন্য ৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক শূন্য ৬৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
Advertisement
এমইউ/এআরএ/জেআইএম