দেশজুড়ে

দেশকে ভালোবাসলে ক্ষতি করা যায় না

সবাই মিলে যদি মন থেকে দেশকে ভালোবাসি তাহলে কেউ বাংলাদেশের ক্ষতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাড. সুলতানা কামাল।শুক্রবার বিকেল ৪টায় ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধলেশ্বর গ্রামে স্থানীয় রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার আয়োজিত প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সুলতানা কামাল বলেন, আমরা সবাই মিলে যদি বলি `আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি` তাহলে কেউ দেশের ক্ষতি করতে পারবে না।সুলতানা কামাল আরো বলেন, সারা বিশ্বে বাংলাদেশ সম্মানের আসনে অধিষ্ঠিত হয়েছে। নানা ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। দেশে নারী জাগরণ ও সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতি হয়েছে। কিন্তু তারপরও আমাদের জবাবদিহিতার সম্মুখীন হতে হচ্ছে। কেন আমাদের দেশে এতো নারী নির্যাতন হচ্ছে, কেন এতো নারী যৌন হয়রানির শিকার হচ্ছে ?তিনি বলেন, আমাদের সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা পাঠাগারে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা ও প্রণোদনা খুঁজে পাবে।রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. আকছির এম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, জেলা রেজিস্ট্রার মো. মাহফুজুর রহমান খান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. তাসলিমা সুলতানা খানমম নিশাত।পরে আলোচনা শেষে চলতি বছর আখাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিতে যাওয়া ৭১ জন শিক্ষার্থীর মাঝে অতিথিবৃন্দরা শিক্ষা উপকরণ তুলে দেন।অনুষ্ঠান পরিচালনা করেন রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের পরিচালনা পর্ষদের সদস্য ও সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পি।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমএস

Advertisement