দেশজুড়ে

বাংলাদেশ এলেন ভারতীয় বিএসএফের প্রতিনিধি দল

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল চারদিনের যৌথ সীমান্ত সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসে পৌঁছেছেন।শুক্রবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে পৌঁছলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে দলটিকে স্বাগত জানানো হয়। রংপুরে অনুষ্ঠিত বৈঠক শেষে আগামী ১৬ নভেম্বর ভারতে ফেরত যাবেন বিএসএফের ওই প্রতিনিধি দলটি। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল বজলুর রহমান হায়াতী জানান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর আঞ্চলিক পরিচালক (রিজিওনাল কমান্ডার) বিগ্রেডিয়ার জেনারেল মাহফুজুর রহমানের নেতৃত্বে বিভিন্ন সেক্টরের কর্মকর্তা ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নর্থবেঙ্গল ফ্রন্টিয়ার ইন্সপেক্টর জেনারেল (আইজি) কামাল নয়ন চৌবের নেতৃত্বাধীন ১৯ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে উচ্চ পর্যায়ে এই দ্বি-পাক্ষিক সম্মেলন রংপুরে অনুষ্ঠিত হবে।বৈঠকে সীমান্তে নিরীহ মানুষ হত্যা বন্ধ, মাদক চোরাচালান বিষয়ক ও সীমান্তের অমিমাংসিত বিভিন্ন সীমানার সমস্যা সংক্রান্ত বিষয় আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে।শুক্রবার প্রতিনিধি দলটি বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্টে এসে পৌঁছলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নর্থবেঙ্গল ফ্রন্টিয়ার ইন্সপেক্টর জেনারেল (আইজি) কামাল নয়ন চৌবের নেতৃত্বাধীন সদস্যেদের ফুল দিয়ে স্বাগত জানান। পরে বিজিবির নিজস্ব গাড়িতে সড়ক পথে সম্মেলনে যোগদানের উদ্দ্যেশে রওনা দেন দলটি।বাংলাদেশে চারদিনের সফরে আসা ভারতীয় বিএসএফের প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি সন্দীপ সুলুঙ্কি, আসামের গুয়াহাটি ফ্রন্টিয়ার আইজি সুধীর কুমার শ্রীভাসতাভা, কলকাতা হেডকোয়ার্টার ডিআইজি কৈলাশ লাল শাহ, কলকাতা আঞ্চলিক ইউনিটের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সুপারিনটেনডেন্ট সান্তনু ওঁইচ, নিউ দিল্লি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার স্টাফ অফিসার (ডিসি) রাজেশ বাদোলা, শিলিগুড়ি ডিআইজি ব্রিগেডিয়াল জেনারেল (অবঃ) অখিল দিক্ষিত, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার ডিআইজি রাজিন্দের পাল সিংহ জশোয়াল, নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার ডিআইজি দাখোসি হৌকিপ, জলপাইগুড়ি হেডকোয়ার্টার ডিআইজি বিশাল সিংহ পাতিল, ধুবড়ি হেডকোয়ার্টার ডিআইজি অজয় সিংহ, রায়গঞ্জ হেডকোয়ার্টার ডিআইজি জর্জ মঞ্জুরন, মালদাহ ডিআইজি ভানোয়ার সিংহ রাজপুরোহিত, ফাঁলাকাটা হেডকোয়ার্টার ডিআইজি অশোক কুমার, ভবানীপুর হেডকোয়ার্টার ডিআইজি জিতেন্দ্র কুমার রুদোলা, কানপুর ডিআইজি পুস্পেন্দের সিংহ রাথোরী, কাঞ্চনজোংঘা ডিআইজি লাকমিন্দের গিল, নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার স্টাফ অফিসার নিরঞ্জয় কুমার ঝাঁ, গুয়াহাটি বিএসএফ অধিনায়ক সুন্নী লাল বিলোয়া।আগামী ১৬ নভেম্বর বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পথে (ইমিগ্রেশন) ভারতে ফেরত যাওয়ার কথা রয়েছে ওই প্রতিনিধি দলের।রবিউল হাসান/এমএএস/এমএস

Advertisement