বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচটি শুক্রবার সকালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা পণ্ড হয়ে যায়। ফলে ম্যাচটি আগামীকাল বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টায় আর্জেন্টিনার ঘরের মাঠ বুয়েন্স আয়ারসে অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের মধ্যে আলোচনার পর ম্যাচটি পরের দিন একই সময়ে শুরুর সিদ্ধান্ত হয়।ব্রাজিলের সহকারী কোচ গিলমার রিনালদি জানান, শিলাবৃষ্টি হচ্ছিল, সঙ্গে বজ্রপাত। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পরিস্থিতি আরও খারাপ হবে। এ অবস্থায় খেললে খেলোয়াড়রা ঝুঁকির মধ্য পড়তো। রেফারি তাই খেলা স্থগিত করার সিদ্ধান্ত নেয়। আমরা পরের দিন একই সময়ে খেলার বিষয়ে একমত হই।বর্তমানে `সি` গ্রুপে দশটি দলের মধ্যে ৫ম অবস্থানে আছে ব্রাজিল। ৪ ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন অধিনায়ক নেইমার। তবে ইনজুরির কারণে খেলতে পারবেন না আর্জেন্টিনার অধিনায়ক মেসি ও অ্যাগুয়েরো।রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। ঘরের মাঠে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করা মার্তিনোর দল পরের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে। আর চিলির কাছে প্রথম ম্যাচে ২-০ গোলে হারলেও পরের ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারায় ব্রাজিল।এমআর/এমএস
Advertisement