প্রথম ম্যাচ। এক গোলের জয়। তাতেই ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের টিকিট চট্টগ্রাম আবাহনীর। রহমতগঞ্জকে হারানো দলের গুরুত্বপূর্ণ গোলটি করেছেন অভিজ্ঞ কোচ মারুফুল হকের প্রধান অস্ত্র ব্রাজিলের ফরোয়ার্ড নিক্সেন গুইলমে।
Advertisement
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হারিয়েছে পুরনো ঢাকার ক্লাবটিকে। রহমতগঞ্জ প্রথম ম্যাচে হেরেছিল বসুন্ধরা কিংসের কাছে।
টানা দুই জয়ে বিদায় নিলো তারা। চট্টগ্রাম আবাহনী জেতায় তাদের সঙ্গে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো বসুন্ধরা কিংসেরও। দুই দল সোমবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে।
চট্টগ্রাম আবাহনী গতবারের দলটিই রেখে দিয়েছে। ডাগআউটেও দেশের অন্যতম অভিজ্ঞ কোচ মারুফুল হক। তারপরও ভঙ্গুর রহমতগঞ্জের বিপক্ষে জিততে তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। ৩৮ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সেন গুইলমের করা গোলটি ধরে রেখে এক ম্যাচ খেলেই শেষ আটে খেলা নিশ্চিত করেছে চট্টলার দলটি।
Advertisement
শনিবার ফেডারেশন কাপের দুটি ম্যাচ। সোয়া ৫টায় উত্তর বারিধারা ক্লাব খেলবে আরামবাগ ক্রীড়া সংঘের বিরুদ্ধে এবং সাইফ স্পোর্টিং ক্লাব খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।
আরআই/এমএমআর/জেআইএম