আন্তর্জাতিক

চীনে দুই জন্ম নিয়ন্ত্রণ কর্মকর্তা হত্যা : এক ব্যক্তির মৃত্যুদণ্ড

চীনে দুইজন জন্ম নিয়ন্ত্রণ কর্মকর্তাকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে। মামলাটি সম্প্রতি দেশটির ‘এক শিশু’ সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়ার ফলে উদ্ভূত উত্তেজনাকে তুলে ধরে।চায়না নিউজ সার্ভিস জানায়, বৃহস্পতিবার হি শেঙ্গুর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়। সে ২০১৩ সালে চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুয়াংঝিতে ওই দুই কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করে।১৯৭০ দশকের শেষের দিকে ‘এক শিশু’ নীতি চালু হয়। এই নীতির আওতায় দেশটির অধিকাংশ পরিবার একটির বেশি সন্তান গ্রহণ করতে পারে না। গত মাসে চীন সরকার আকস্মিকভাবেই এই নীতিটি তুলে নেয়।ঘটনার সময়ে প্রতিবেদনগুলো জানায়, তিনি ‘চার সন্তানের জনক ছিলেন। যা চীনের তৎকালীন নীতি অনুযায়ী অবৈধ ছিল।’তিনি অতিরিক্ত সন্তানের জনক হওয়ার জন্য তার ওপর আরোপিত জরিমানা দেননি।প্রতিবেদনগুলোতে আরো বলা হয়, একজন নাগরিককে একাধিক সন্তান জন্ম দানের জন্য যে প্রয়োজনীয় দলিলের প্রয়োজন হয় তিনি তা জন্ম নিয়ন্ত্রণ কর্মকর্তাদের সামনে উত্থাপন করেন। তারা তার এই দলিল নাকচ করে দেন।ক্রুদ্ধ এই পিতা তখন তাদের ওপর ভয়াবহ ওই হামলা চালায়। এই ঘটনায় অপর চার জন আহত হয়।একে/এমএস

Advertisement