নেত্রকোনার মদনে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিএনপিসহ স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও তাদের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের প্রার্থী অবশ্য এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না।
Advertisement
জানা যায়, বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হকের নির্বাচনী প্রচার কার্যালয় ও পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনোহরপুর ও ৫ নম্বর ওয়ার্ডের কোর্ট বিল্ডিং এলাকায় মসজিদ সংলগ্ন প্রচার কার্যালয়ে ভাংচুর করা হয়। এছাড়া রাস্তায় সাঁটানো তার বেশ কিছু পোস্টার ছিঁড়ে ফেলা হয়।
বিএনপির মনোনীত মেয়র প্রার্থীর অভিযোগ নির্বাচনী কার্যালয় ও পোস্টার ছিঁড়ে ফেলার কাজ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম সাঈফের সমর্থকরা করেছেন।
এছাড়া বিএনপির বিদ্রোহী মোবাইল ফোন প্রতীকের মেয়র প্রার্থী মাশরিকুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের লোকজন আমার বেশ কিছু পোস্টার ছিঁড়ে ফেলে। কর্মী-সমর্থকদের প্রচারণা চালাতে বাধা দেয়া হয়। আওয়ামী লীগের প্রার্থীর লোকজন সন্ধ্যায় আমার একটি মোটরসাইকেল নিয়ে নৌকার প্রচারণা চালায়। কিছুক্ষণ পর তা আবার ফেরত দিয়ে যায়।
Advertisement
এদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সাবেক মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন জানান, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা তার জগ প্রতীকের বেশ কিছু পোস্টার ছিঁড়ে ফেলেছে।
নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আবদুর রউফ জানান, রাতে আওয়ামী লীগের প্রার্থী তার বেশ কিছু পোস্টার ছিঁড়ে ফেলে। বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সাইফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপির প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের লোকজন অভ্যন্তরীণ কোন্দলে নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও পোস্টার ছিঁড়ে ফেলতে পারে। নৌকারঅবস্থান ভালো দেখে এখন তারা আমাদের লোকজনের ওপর মিথ্যা দোষারোপ করছেন। এটা ঠিক নয়।’
এ ব্যাপারে সহকারী রির্টানিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এসব বিষয় নিয়ে কোনো প্রার্থী এখনো আমাদের কাছে লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
Advertisement
এইচ এম কামাল/এআরএ/জেআইএম