জাতীয়

করোনায় সুস্থতার হার ৮৮.৪৭ শতাংশ

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২ হাজার ১১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৪৮ হাজার ৮০৩ জনে। আর এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৭ হাজার ২৬৫ জন। অর্থাৎ মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৪৭ শতাংশ।

Advertisement

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় ১৬৩টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৫১০টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন রোগী শনাক্ত হয় ১ হাজার ১৬৩জন। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩১ লাখ ৪৯ হাজার ৩৪৮টি।

এই সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠা ২ হাজার ১১৩ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৬০৯ জন, চট্টগ্রামে ২৯৬ জন, রংপুরে ৭১ জন, খুলনায় ১৮ জন, বরিশালে ২০ জন, রাজশাহীতে ৫২ জন, সিলেটে ৪৩ এবং ময়মনসিংহ বিভাগের চারজন।

Advertisement

এমইউ/এসএস/জেআইএম