জিম্বাবুয়ের সঙ্গে স্বাগতিক বাংলাদেশের অনুষ্ঠিত টি টোয়েন্টি ম্যাচ সরাসরি উপভোগ করতে মিরপুর স্টেডিয়ামে ক্রিকেট প্রেমীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। শুক্রবার বিকেলে স্টেডিয়াম ঘুরে দেখা গেছে, সরকারি ছুটির দিনে খেলা অনুষ্ঠিত হওয়ায় গত ম্যাচগুলোর চেয়ে দর্শক সংখ্যা অনেক বেশি। এর আগে প্রিয় দলের জার্সি গায়ে হাতে দেশের পতাকা নিয়ে জুমার নামাজের পর থেকেই মিরপুর স্টেডিয়াম এলাকায় জড়ো হতে থাকেন ক্রিকেটপ্রেমীরা।ক্রিকেট প্রেমী শাহেদ টিকিট পেয়ে স্টেডিয়ামের ভেতর প্রবেশ করে উচ্ছ্বাশিত কণ্ঠে এ প্রতিবেদককে বলেন, স্টেডিয়ামে বসে খেলা দেখার মজাই অন্যরকম। তাই ছুটির দিনগুলোতে খেলা অনুষ্ঠিত হলে মিরপুর স্টেডিয়ামে এসে খেলা দেখেন তিনি।এদিকে স্টেডিয়ামের ভিতরে ঘুরে দেখা গেছে, কানায় কানায় পূর্ণ মিরপুর স্টেডিয়াম। খেলার শুরু থেকেই জিম্বাবুয়ে শিবিরে অব্যহত আঘাতের কারণে পুরো স্টেডিয়ামকে মুখরিত করে রেখেছেন ক্রিকেট পাগল দর্শকরা।এমএম/এএইচ/এমএস
Advertisement