করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের পুলিশ সদস্য তরুণ চন্দ্র সরকারের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
Advertisement
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনারের পক্ষ থেকে পরিবারটির হাতে এই অনুদান তুলে দেন উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞাঁ।
এর আগেও করোনাভাইরাসের সংক্রমণে প্রাণ হারানো ঢাকা মেট্রোপলিটন পু্লিশের অন্যান্য সদস্যদের পরিবারকে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয়েছে।
চলমান মহামারিতে সম্মুখযোদ্ধা হিসেবে দেশ ও জাতির সেবায় বাংলাদেশ পুলিশের অনেক সদস্য নিজের প্রাণ হারিয়েছেন। তাদের বেশিরভাগই ঢাকা মেট্রোপলিটন পুলিশের।
Advertisement
এমএইচআর/জেআইএম