খেলাধুলা

শুরুতেই চাপে জিম্বাবুয়ে

মাশরাফির জোড়া আঘাতে জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ। তৃতীয় ওভারের তৃতীয় বলে বাংলাদেশ অধিনায়ক মাশরাফির এক দুর্দান্ত ইনসুইং বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা।শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৫ ওভার শেষে ৩ উইকেটে ২০ রান। শেন উইলিয়ামস ৪ আর ক্রিইগ আরভিন ৮ রান নিয়ে ব্যাট করছে।এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারে বাংলাদেশের দলের হয়ে আঘাত হানেন আল-আমিন হোসেন। ছন্দে থাকা এই পেসারের বলে স্কুপ করতে গিয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন রেগিস চাকাভা।প্রথম ওভারেই বাংলাদেশ দলের হয়ে আঘাত হানেন মাশরাফি। জিম্বাবুয়ের ওপেনিং ব্যাটসম্যান সিকান্দার রাজাকে মিড অফে লিটন দাসের ক্যাচে পরিনত করে সাজঘরে ফিরিয়েছেন এই দেশসেরা পেসার।শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাণ আপ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে দলে থাকলেও খেলা হয়নি এনামুল হক বিজয়ের। তবে টি-টোয়ান্টি দিয়ে দলে জায়গা করে নিয়েছেন এই ব্যাটসম্যান। এছাড়া আরাফাত সানির পরিবর্তে একাদশে ঢুকেছেন জুবায়ের হোসেন লিখন।জিম্বাবুয়ে একাদশেও এসেছে দুইটি পরিবর্তন। তাউরাই মুজারাবানি এবং চামু চিবাভার পরিবর্তে দলে ঢুকেছেন তিনদাই চিসোরো ও নেভিল মাদজিভা।বাংলাদেশ একাদশ :মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন দাস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, জুবায়ের হোসেন, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।জিম্বাবুয়ের একাদশ :এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, তিনদাই চিসোরো, নেভিল মাদজিভা, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংউই, রেগিস চাকাভা, তিনাশে পানিয়াঙ্গারা ও শেন উইলিয়ামস।আরটি/এমআর

Advertisement