খেলাধুলা

নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে শুরু প্রিমিয়ার লিগ

ফেডারেশন কাপ দিয়ে ফুটবলের নতুন মৌসুম শুরু হয়েছে ২২ ডিসেম্বর। মৌসুমের প্রথম এই টুর্নামেন্টের পরই মাঠে গড়াবে ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ফেডারেশন কাপ শেষে মাত্র দুই দিন বিরতি দিয়ে নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে (১৩ জানুয়ারি) শুরু হবে প্রিমিয়ার লিগ।

Advertisement

লিগ শুরুর দিনক্ষণ চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাফুফের নির্বাহী কমিটির দ্বিতীয় সভায় মাত্র দুই দিনের বিরতি দিয়ে লিগ শুরুর সিদ্ধান্ত হয়েছে।

কাজী মো. সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হওয়া অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে মতিঝিলস্থ বাফুফে ভবনের সামনে জিমন্যাসিয়াম নির্মাণ- যা কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিলেন সভাপতি।

ফুটবলারদের দীর্ঘদিনের চাওয়া ছিল একটা অত্যাধুনিক জিমন্যাসিয়াম। কাজী মো. সালাউদ্দিন চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হওয়ার দুই মাসের মধ্যেই জিম নির্মাণের ঘোষণা দিয়েছেন। নির্বাহী কমিটির সভা অনুমোদন দিয়েছে জিমন্যাসিয়াম নির্মাণের পরিকল্পনা।

Advertisement

এছাড়া ২০২০-২০২১ এবং ২০২১-২২ মৌসুমের ক্যালেন্ডার চূড়ান্ত করেছে। কিছুদিনের মধ্যে ক্যালেন্ডার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বাফুফে।

এসএএস/জেআইএম