নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বে আবারও তোলপাড় শুরু হয়েছে। ইতোমধ্যে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও সিঙ্গাপুরে নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই ভাইরাস আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। নতুন এই ভাইরাসের সংক্রমণ যেন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কানাডা বেশ সতর্ক অবস্থানে রয়েছে।
Advertisement
মঙ্গলবার (২২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দেশটির প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. থেরেসা ট্যাম। তিনি বলেন, যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে বিশ্বব্যাপী যে আলোচনা চলছে কানাডায় এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
এ সময় তিনি আরও বলেন, আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করেছি যা কানাডায় এই ভাইরাস ছড়ানো কমাতে সাহায্য করবে।
এদিকে ব্রিটেনের দক্ষিণ ও দক্ষিণপূর্বে একটি নতুন ধরণের ও অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর পৃথিবীর বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে। জার্মানি, ইতালি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, তুরস্ক এবং কানাডাসহ বিশ্বের অন্তত ৪০টি দেশ এ পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। ভারতও যুক্তরাজ্য থেকে আসা বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
Advertisement
উল্লেখ্য, কানাডায় এ বছরের মার্চ মাসে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ব্রিটিশ কলম্বিয়ায়। ভাইরাস শনাক্ত হবার পর থেকেই দেশটির সরকার নাগরিকদের জনস্বাস্থ্যর গুরুত্বের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। করোনাভাইরাস প্রতিরোধে দেশটির সরকারের নানা পদক্ষেপ ইতোমধ্যে দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৩৫৪ জন, মৃত্যুবরণ করেছেন ১৪ হাজার ৫ শত ৯৬ জন এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৮ হাজার ৪৫২ জন।
এআরএ/এমকেএইচ
Advertisement