জাতীয়

ভূমি মন্ত্রণালয় সামনে আরও চমক দেবে : ভূমিমন্ত্রী

ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে অনেক চমক দিয়েছে জানিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘সামনে ইনশাআল্লাহ আরও চমক দেব।’

Advertisement

বুধবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে ২১ জেলায় ডিজিটাল রেকর্ডরুমের নাগরিক সেবা ডিজিটাইজেশন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘ভূমি মন্ত্রণালয় এগিয়ে যাচ্ছে। আমরা কথা নয়, কাজে বিশ্বাসী। আমি এমন কোনো কিছু করতে চাই না, যা দিয়ে পাবলিসিটি হয়। এই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে আমার দুই বছর হতে যাচ্ছে। এই দুই বছরে কথা ও কাজের সাথে মিল নেই এমন কোন মুহূর্ত আছে কিনা আমি জানি না।’

মন্ত্রী বলেন, ‘ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে অনেক চমক দিয়েছে, সামনে ইনশাআল্লাহ আরও চমক দেবে। মানুষের যে আস্থার ঠিকানা, সেটা প্রোপারলি স্ট্যাবলিশ্‌ড করতে চাই। আমি সবার সহযোগিতা কামনা করছি।’

Advertisement

‘মন্ত্রীর দায়িত্ব নেয়ার সময় আমি একটি সাংবাদিক সম্মেলন করেছিলাম। তখন একটা কথা বলেছিলাম, ব্যর্থতায় দায়ভার নিয়ে আমি এই মন্ত্রণালয় থেকে যেতে চাই না। আমি এসেছি কাজ করতে। আমি চাইব আমার আমলে ভূমি মন্ত্রণালয় এমন জায়গায় পৌঁছাবে যখন ভূমি মন্ত্রণালয়কে নিয়ে পুরো জাতি গর্ব অনুভব করবে। ডিজিটাইজেশনের মাধ্যমেই এটা সম্ভব, এটা সেবা নির্ভর একটা মন্ত্রণালয়।’

তিনি বলেন, ‘ভূমিকর ডিজিটাইজেশেনের বিষয়ে যে সাড়া পেয়েছি তা আমরা আশা করিনি। মানুষ ঘরে বসে এই সেবা চাইছে। আমরা আমাদের কর্মকাণ্ডে, উই আর ভেরি মাচ ইন ট্র্যাক।’

ভূমি মন্ত্রণালয় নিয়ে দেশে-বিদেশে একটা নেতিবাচক ধারণা ছিল জানিয়ে সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘কতটুকু কী অর্জন করেছি জানি না, বাট ভূমি মন্ত্রণালয় নিয়ে সোসাইটিতে কথা হচ্ছে।’

ভূমিমন্ত্রী বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলেছিলাম, আমার মন্ত্রণালয়কে শীর্ষ পাঁচটি মন্ত্রণালয়ের মধ্যে আমি নিয়ে আসতে চাই। আলহামদুলিল্লাহ, ২০২০ সালে ভূমি মন্ত্রণালয় শুধু টপ ফাইভ না, টপ থ্রির মধ্যে আছে। ইউনাইটেড ন্যাশন্স পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড, জাতীয় ডিজিটাল অ্যাওয়ার্ড-এটা আসলে একটা মাইলস্টোন।’

Advertisement

তিনি আরও বলেন, ‘আগে রেকর্ড রুমের দায়িত্ব নেয়ার জন্য মানুষ তদবির করত, সেখানে বলছে- স্যার আমাকে এখান (রেকর্ড রুম) থেকে সরিয়ে দেন। সিস্টেম ডেভেলপ হয়ে গেছে, তার আর ওখানে (রেকর্ড রুম) চার্ম নেই।’

এ সময় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম, ঢাকার বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন। জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন এটুআই-এর প্রকল্প পরিচালক মো. আব্দুল মান্নান, রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান প্রমুখ।

আরএমএম/এসএস/জেআইএম