সহজ জয়ে ফেডারেশন কাপ ফুটবল শুরু করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফ ৩-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে।
Advertisement
গতবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া সাইফ স্পোর্টিং ক্লাব এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে উড়িয়ে এনেছে বেলজিয়ান কোচ পল পুটকে। সঙ্গে সহকারী হিসেবে আছেন দেশের তরুণ কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। মৌসুমের শুরুটা তাদের ভালই হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে সাইফ প্রত্যাশা পূরণ করলো তাদের সমর্থকদের।
যদিও সাইফকে খাতা খুলতে হয়েছে প্রতিপক্ষের আত্মঘাতি গোলে। প্রথমার্ধে গোলের দেখা না পাওয়া সাইফের কোচের মুখে হাসি ফোটান প্রতিপক্ষ দলের মিশরীয় ডিফেন্ডার মাহমুদ সাইদ। আক্রমণ রুখতে গিয়ে তিনি বল পাঠান নিজেদের জালে। ৬৩ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ দর্শণীয় গোলে ব্যবধান দ্বিগুণ করেন। ৭০ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম ব্যবধান ৩-০ করেন।
পিছিয়ে পড়ার আগে উত্তর বারিধারা পেয়েছিল চমৎকার সুযোগ। কিন্তু উজবেক মিডফিল্ডার ফজিলভ বক্সের মাথায় বল পেয়ে শট নিলেও তা জমা পড়ে সাইফের গোলরক্ষক পাপ্পু হোসেনের হাতে।
Advertisement
আরআই/আইএইচএস/এমএস