সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ২ হাজার ৪১৬ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৪৪ হাজার ৩৪৫ জনে। গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৮৯৬টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার হিসেবে সুস্থ রোগী ৮৮ দশমিক ০১ শতাংশ।
Advertisement
বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা দুই হাজার ৪১৬ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৭২২জন, চট্টগ্রাম বিভাগে ৪৪৬ জন, রংপুর বিভাগে ৬৫জন, খুলনা বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ৪৩ জন,সিলেট বিভাগে ৪৪ এবং ময়মনসিংহে আটজন রয়েছেন।
এমইউ/এসএস/জেআইএম
Advertisement