দেশজুড়ে

মিনা মেলায় এসে আনন্দিত শিশুরা

ভোলায় নানা আয়োজন আর উৎসবমুখর পরিবেশে তিলোত্তমা মেয়র পার্কে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় মিনা মেলা। এতে শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় জমে। `কন্যা শিশু বিয়ে দিয়ে করোনাকো ভুল প্রত্যেকটি শিশু যেন এক একটি স্কুল` এই স্লোগানে প্রাথমিক শিক্ষা অফিস এ মেলার আয়োজন করে। সকালে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বনার্ঢ্য একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। মেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আলমগীর, জেলা প্রশাসক মো. সেলিম রেজা, প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক মাহাবুবু এলাহী, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খলিলুর রহমান, ইউনিসেফের প্রোগ্রাম অফিসার মো. কাওসার হোসেন, শিক্ষা অফিসার তোফায়েল হোসেন প্রমুখ। মেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা অংশ নেয়। মেলা উপলক্ষ্যে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা লেখা, শিশু বিবাহ রোধে নাটক ছিল উল্লেখযোগ্য। ১৯৯২ সালে কন্যাশিশুদের বৈষম্য ও অবহেলা দূরীকরণে মিনা কার্টুন তৈরি করা হয়। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় পিছিয়ে পড়া নারী শিশুদের অধিকার প্রতিষ্ঠা করতে মিনা কার্টুন বেশ জনপ্রিয়তা পায়। এই কার্টুনের মাধ্যমে নারীর বৈষম্য দূরীকরণ, নারী শিক্ষা, বাল্য বিবাহ, যৌতুক প্রথা  দূরীকরণ, শিশু শ্রম, ইভটিজিং বন্ধ করণসহ স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন বিষয়ের উপর প্রামাণ্যচিত্র মিনা কার্টুন প্রদর্শিত হয়। অমিতাভ অপু/এমজেড/এমএস

Advertisement