বিনোদন

আজ গাইবেন মমতাজ ও পবন দাস বাউল

লোকজ গান নিয়ে গেল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৫’। লোক গান নিয়ে এটিই প্রথম কোনো আন্তর্জাতিক উৎসব।আয়োজক সান ইভেন্টস ও মাছরাঙা টেলিভিশন সূত্রে জানা গেছে, তিন দিনের এই আয়োজনে অংশ নিচ্ছেন পাঁচ দেশের শতাধিক কণ্ঠশিল্পী, সংগীতায়োজক ও ব্যান্ড দল।তার মধ্যে প্রথমদিন মঞ্চে আসেন লালন কন্যা ফরিদা পারভীন, চন্দনা মজুমদার, কিরণ চন্দ্র রায়, অর্ক অ্যান্ড কালেক্টিভ, জহুর সাঁই, পাপন অ্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দুর্বল ব্যবস্থাপনা, শত অনিয়মের পরও শিল্পীদের দুর্দান্ত পরিবেশনায় প্রায় ৮০ হাজার দর্শক-শ্রোতা মেতে উঠেছিলো বাউল সম্রাট লালন সাঁইসহ গুণী সব লোক সংগীতজ্ঞের গানের সুরে। আর্মি স্টেডিয়াম হয়ে উঠেছিলো আনন্দ-উচ্ছ্বাসের এক মহা মঞ্চ। এরই ধারাবাহিকতা নিয়ে আজ শুক্রবার বিকেল পাঁচটা থেকে শুরু হবে উৎসবের দ্বিতীয় দিনের আসর। আজ গাইবেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় মমতাজ বেগম, বারী সিদ্দিকী ও অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস। থাকবে ভারতের বিখ্যাত লোক গানের শিল্পী পবন দাস বাউল। এছাড়াও মঞ্চে আসবেন বাউলিয়ানা, বাউল ভজন ক্ষ্যাপা, স্বপ্নীল সজীব এবং রুবা, নাশিদ কামাল আজগর আলিম, জহির আলিম এবং নূরজাহান আলিম, নুরান সিস্টার্স ও ইউনান আর্ট ট্রুপ।উল্লেখ্য, উৎসবের গেট খোলা হবে বিকেল ৫টায়। চলবে রাত ১টা পর্যন্ত। উৎসবে কোনো রকম ব্যাগ নিয়ে প্রবেশ নিষিদ্ধ।এলএ/এসকেডি/এমএস

Advertisement