যুক্তরাজ্যে করোনায় মঙ্গলবার (২২ ডিসেম্বর) নতুন করে একদিনে সর্বোচ্চ সংখ্যক ৩৬ হাজার ৮০৪ জন আক্রান্তের রেকর্ড হয়েছে। মহামারি শুরুর পর ২০ ডিসেম্বর দ্বিতীয় সর্বাধিক সংখ্যক ৩৫ হাজার ৯২৮ জন আক্রান্ত হয়েছিল।
Advertisement
এদিকে গত কয়েক দিন করোনায় আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে দেখা যায়, মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬,৮০৪ জন। যা গত সোমবার ছিল ৩৩,৩৬৪ জন। রোববার ছিল ৩৫,৯২৮ জন, শনিবার ২৭,০৫২ জন। করোনায় মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২১ লাখ ১০ হাজার ৩১৪ জন। (দ্য সান)
অন্যদিকে মঙ্গলবার (২২ ডিসেম্বর) মৃত্যুবরণ করেছে ৬৯১ জন। যা গত মে মাসের পর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু। গত সোমবার মৃতের সংখ্যা ছিল ২১৫ জন। রোববার ছিল ৩২৬ জন, শনিবার ৫৩৪ জন। যুক্তরাজ্যে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৩০৭ জনে।
এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯টা পর্যন্ত হাসপাতালে ও বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।
Advertisement
এমআরএম