স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেক ওরফে মালেক ড্রাইভারের স্ত্রী নারগিস বেগমকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
Advertisement
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।
নারগিস বেগম সকালে কমিশনে হাজির হলে দুদক পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
আব্দুল মালেকের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগে বলা হয়, চলমান অনুসন্ধানে প্রাথমিকভাবে মালেক দম্পতির অস্বাভাবিক সম্পদের সন্ধান পেয়েছে দুদক।
Advertisement
এতে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালকের প্রথম স্ত্রী রাজধানীর দক্ষিণ কামারপাড়া রমজান মার্কেটের উত্তর পাশে ছয় কাঠা জমির উপর সাততলা দুটি আবাসিক ভবনের মালিক। এছাড়া এই গৃহিণীর নামে আরও ১০ থেকে ১২ কাঠার প্লট, হাতিরপুল এলাকায় সাড়ে চার কাঠা জমিতে একটি নির্মাণাধীন ১০তলা ভবন, দক্ষিণ কামারপাড়ায় দুটি বিলাসবহুল ভবন, একটি ডেইরি ফার্ম ও বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত আছে।
গত ২০ সেপ্টেম্বর অবৈধ অস্ত্র দেখিয়ে ভয়ভীতি, চাঁদাবাজি, জাল টাকার ব্যবসাসহ বিভিন্ন অপরাধে স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেককে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে এক লাখ পঞ্চাশ হাজার জাল টাকা ও একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।
এসএম/এমআরআর/এমএস
Advertisement