দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুহাম্মদ সুমন মিয়া (৩০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২২ ডিসেম্বর) জোহানেসবার্গের জোসেফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সুমন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা।
জানা গেছে, এক সপ্তাহ আগে সুমন মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে করোনার লক্ষণ দেখা দিলে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এনিয়ে চলতি মাসে দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্ত হয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটিতে করোনার সেকেন্ড ওয়েভে ৪০ জন বাংলাদেশি মারা গেছেন। আর ৫০ জন বাংলাদেশি আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
Advertisement
এএএইচ/এমএস