কৃষি ও প্রকৃতি

বাকৃবির খামার থেকে রেকর্ড আয়ের সম্ভাবনা

২০১৪-১৫ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) খামার ব্যবস্থাপনা শাখা ১ কোটি ৩৩ লক্ষ টাকা আয় করে। যা খামার থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ খাতে যোগ হওয়া সর্বোচ্চ। কিন্তু এবছর (২০১৫-১৬) বিগত বছরের থেকে রেকর্ড আয় বিশ্ববিদ্যালয়ের খাতে যোগ করার আশা করছে ওই শাখা। বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখার উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় আমন ফসল কর্তন অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানা যায়। বিশ্ববিদ্যালয়ের প্রধান খামারে উৎপাদিত আমন ফসল কর্তন করে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম জাকির হোসেন ও কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. আবদুল কুদ্দুছ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান খামার তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মুহাম্মদ সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও ফার্মে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা। এআরএস/পিআর

Advertisement