দেশজুড়ে

স্বপ্ননীড়ে ঠাঁই মিলবে ৫০ পরিবারের

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভূমি ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণ হচ্ছে ‘স্বপ্ননীড়’। এতে উপজেলার ভূমি ও গৃহহীন ৫০ পরিবারের ঠাঁই হবে।

Advertisement

প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৫০টি পরিবারের জন্য পুরোদমে সরকারি খাস জমিতে এই গৃহ নির্মাণের কাজ চলছে ঈশ্বরগঞ্জে।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন সোহাগি ইউনিয়নের মুক্তারপুর গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ১৩টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈশ্বরগঞ্জে ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজ চলছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে কাজ সম্পন্ন করে হস্তান্তর করা হবে।

Advertisement

তিনি আরও বলেন, উপকারভোগীদের ২ শতাংশ জমি দিয়ে ঘর তৈরি করে দেয়া হচ্ছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণ ব্যয় ১ লাখ ৭১ হাজার টাকা। সবগুলো বাড়ি সরকার নির্ধারিত একই নকশায় হচ্ছে। রান্নাঘর, সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা থাকছে এসব বাড়িতে।

মঞ্জুরুল ইসলাম/এফএ/জেআইএম