দেশজুড়ে

সিলেটে ১৫ জনকে অজ্ঞান করে দুর্ধর্ষ ডাকাতি

সিলেট নগরের ফাজিলচিশত এলাকার একটি বাসায় চেতনানাশক ওষুধ স্প্রে করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ওই পরিবারের ১৫ জন সদস্যকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের জ্ঞান ফিরলেও শারীরিকভাবে বেশ অসুস্থ।

Advertisement

শনিবার (১৯ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফাজিলচিশত এলাকার কানাডা প্রবাসী আলাউর রহমান চৌধুরীর ২২/১ নম্বর বাসার তৃতীয় তলায় ভাড়াটে থাকেন এক সৌদি প্রবাসী ও ব্যাংক কর্মকর্তাসহ বেশ কয়েকটি পরিবার। শনিবার গভীর রাতে একদল ডাকাত তৃতীয় তলার সৌদি প্রবাসীর রান্নাঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে চেতনানাশক ওষুধ স্প্রে করে সবাইকে অজ্ঞান করে দেয়। পরে নগদ টাকা ও স্বর্ণালংকাসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে চলে যায়।

রোববার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের সময় প্রতিবেশীরা তৃতীয় তলার সকল ঘরের দরজা-জানালা বন্ধ এবং রান্নাঘরের জানালার গ্রিল ভাঙা দেখে বিষয়টি জানতে পারেন। পরে অজ্ঞান অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

দুপুর দেড়টার দিকে স্থানীয়রা সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাকে বিষয়টি জানান। খবর পেয়ে বিকেল সাড়ে ৩টায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ তথ্য নিশ্চিত করে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

ছামির মাহমুদ/এসআর/এমকেএইচ

Advertisement