জাতীয়

নূর হোসেন ইন অনুপ আউট

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে বুধবার সকালে ভারতের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সরকার। পরিবর্তে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ফেরত দিল ভারত সরকার।অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের ২৪ ঘণ্টার মধ্যে ভারত নূর হোসেনকে ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া শুরু করে। আজ (বৃহস্পতিবার) রাত ১১ট ৩৫ মিনিটে বেনাপোল স্থলবন্দরে নারায়ণগঞ্জ পুলিশের কাছে তাকে হস্তান্তর করে ভারতীয় পুলিশ। এর আগে তাকে হস্তান্তরের জন্য ভারতের স্থলসীমান্ত পেট্রেপোল আনা হয়।উল্লেখ্য, গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের কাছ থেকে পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে র্যাব-১১-এর কতিপয় সদস্য। এর তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে হাত-পা বাঁধা অবস্থায় সাতজনেরই মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় আরেক কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে দুটি মামলা দায়ের করা হয়।মামলায় অভিযোগ করা হয় নূর হোসেনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে তার প্রতিপক্ষকে খুন করে র্যাব। এর আগেই নূর হোসেন ভারতের কলকাতায় পালিয়ে যান এবং সেখানে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরে অনুপ্রবেশের অভিযোগে বার বিরুদ্ধে বিচার শুরু করে দেশটি।এদিকে, অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৮ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন কারাগারে আটক ছিলেন অনুপ চেটিয়া। ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়। পরে তিনটি মামলায় তাকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি তার সাজার মেয়াদ শেষ হয়।উলফার প্রতিষ্ঠাতা সদস্য ও জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়ার বিরুদ্ধে ভারতে খুন, অপহরণ, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। ১৯৯৭ সালে গ্রেফতার হওয়ার পর থেকে বাংলাদেশ সরকারের কাছে তিনবার রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন চেটিয়া। অনুপ চেটিয়া ভারত সরকারের শীর্ষ তালিকাভুক্ত আসামি।অনুপ চেটিয়াকে এমন এক সময়ে হস্তান্তর করা হয় যার কিছুদিন আগে ভারতের আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ ঘটনার কয়েক দিন পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও এনএসএ কর্মকর্তা অজিত দেওয়ালের ব্যক্তিগত হস্তক্ষেপের ফলে বুধবার তাকে হস্তান্তর করা হয়েছে।বিএ

Advertisement